বরই পাতার রস খেলে কি হয়?
আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠক আপনি জানেন কি মৃত্যুর পর কেন বড়ই পাতা দিয়ে আমাদের গোসল দেওয়া হয়।বড়ই পাতার মধ্যে কি এমন উপাদান রয়েছে যা মুসলিমরা সাধারণত শেষ গোসল দেওয়ার সময় বড়ই পাতা ব্যবহার করে থাকে।তাছাড়া বড়ই পাতার রস খেলে কি হয়? চুলকানিতে বরই পাতার ব্যবহার কিভাবে করতে হয়।
শরীরকে সুন্দর ও সুস্থ রাখার জন্য গাছের বিভিন্ন উপকরণ কাজে লাগে। তবে বড়ই পাতার পুষ্টিগুণ সবথেকে বেশি,বড়ই পাতা খেলে শরীরে বিভিন্ন ধরনের অসুখ দূর হয়ে যায়। এসব কিছু জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন।
ভূমিকাঃ
বড়ই গাছের মধ্যে অসাধারণ সব ক্ষমতা রয়েছে।এটি হচ্ছে একটি ওষুধি গাছ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বড় গাছের পাতা দিয়ে যদি কোন মৃত ব্যক্তিকে গোসল করানো হয়। তাহলে তার শরীরে কোন জীবাণু অ্যান্টিভাইরাস থাকবে না।
তাছাড়া যদি কোন ব্যক্তির পুরনো দাউদ চুলকানি এলার্জি চুলকানি এবং ডাইবেটিস রোগের সমস্যায় ভুগে থাকেন।এই বরের পাতার রস হাফ কাপ পরিমাণ খেতে পারলে আল্লাহ তায়ালা তাকে শেফা দান করবেন।
বরই পাতার রস খেলে কি হয়
আমরা সবাই মনে করে থাকি কাছের ফলে শুধুমাত্র উপকার পাওয়া যায়। কিন্তু অনেক গাছ আছে যার ফল থেকে গাছের পাতার অনেক বেশি উপকার। শুনে অবাক হচ্ছেন তাই তো, এমনি একটি উপকারি ফলের গাছের নাম হচ্ছে বড়ই।যার ফল থেকে গাছের পাতা অনেক উপকারি।
আরো পড়ুনঃচিরতা ভেজানো জল খেলে কি হয়।
শরীরকে সুস্থ রাখতে বড়ই পাতার পুষ্টিগুণ সবার থেকে বেশি। এটি নিয়মিত চিবিয়ে খেলে শরীরের ভেতর থেকে রোগ দূর হয়।তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বড়ই পাতার রস খেলে কি হয় এবং কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
পেটের সমস্যাঃবড়ই পাতা খেলে পেটের সব রোগ দূর হয়ে যায়। বদহজম,কষ্টকাঠিন্য,পেটের পিরা,গ্যাস্টিক ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বড়ই পাতা অনেক উপকারী।
হার্টঅ্যাটাকঃদৈনিক বড়ই পাতা খেতে পারলে আপনার হার্ট সুস্থ থাকবে। আপনারা হাটকে কোলেস্টরেল জমার হাত থেকে রক্ষা করবে। আমাদের খাদ্য ভাসে হার্ট অ্যাটাকের মূল কারণ,হাটঅ্যাটাকে মানুষ মারা যেতে পারে। এ হার্ট অ্যাটাকের মূল কারণ হচ্ছে আমাদের অসচেনতা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃবড়ই পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি যদি ঠান্ডা জনিত সমস্যার রোগী হয়ে থাকেন তাহলে নিয়মিত বড়ই পাতা সেবন করতে পারেন।এরফলে আপনার ঠান্ডা জনিত সমস্যা একেবারে দূর হয়ে যাবে।
চুলকানিতে বরই পাতার ব্যবহার
অনেক গবেষণায় দেখা গেছে যে বড়ই পাতার মধ্যে এন্টিসেপটিক নামক উপাদান রয়েছে ।যা পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখলে এক ধরনের আঠালো নির্যাস মিশে যায়।আমাদের শরীরকে জীবাণু মুক্ত করার জন্য আঠালো নির্যাস গুলো এনডিসেপটিক হিসেবে কাজ করে থাকে। যদিও বাজারে অনেক ধরনের এলার্জির ওষুধ পাওয়া যায়।
কিন্তু আপনি যদি এই ঘরোয়া উপায়ে অ্যালার্জি দূর করার নিয়মটা জেনে রাখেন তাহলে আপনাকে বাজার থেকে আর ওষুধ কিনে ব্যবহার করতে হবে না।চলুন জেনে নিই চুলকানিতে বড়ই পাতার ব্যবহারের নিয়ম।
- প্রথমে কয়েক মুঠ বড় সাইজের বড়ই পাতা সংগ্রহ করুন।
- পাতাগুলোকে পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিন।
- ব্লিন্ডার অথবা সিল পাটার সাহায্যে পাতাগুলোকে থেঁতো করে নিন।
- ছাটুনির সাহায্যে পাতাগুলোকে ছেঁকে নিন তার সাথে হালকা একটু লবণ মিস করে পানি গুলোকে সকালে খালি পেটে খেয়ে নিন।
আরো পড়ুনঃঅ্যালোভেরা চুলে মাখলে কি হয়।
নিয়মিতভাবে কিছুদিন খেতে পারলে ইনশাআল্লাহ আপনার পুরনো এলার্জি সহ ডায়াবেটিস সমস্যা নিয়ন্ত্রণ চলে আসবে।
বরই পাতার উপকারিতা ও অপকারিতা
বড়ই পাতা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভেষজ গুনে ভরপুর। বড়ই পাতার রয়েছে অসংখ্য সব উপকারিতা, এর রস খেলে এলার্জি ও চর্মরোগ দূর হয়। পেটের গ্যাস ও আলসার ভালো করতে অনেক সাহায্য করে থাকে।সপ্তাহে ২-৩ বার বড়ই পাতার রস খেলে চুল পড়া বন্ধ হয়। বড়ই পাতায় রয়েছে আমাইনো অ্যাসিড বিটা কেরোটিনত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অত্যন্ত ভূমিকা পালন করে।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার দূর করে। হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়াবেটিস ও সিজনাল জ্বর দূর করে।সর্দি কাশি দূর করে, রক্তচাপ কমাই খাবারের রুচি বাড়িয়ে তুলে। বড়ই পাতা ভিটামিন সি থাকায় টনসিল জিব্বা ও ঠোঁটের ঘা দূর করে।
বড়ই পাতার হাদিস
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া। অনেকে গোসল দেওয়াকে ওয়াজিবও বলেছেন। তবে মানুষ মারা গেলে তাকে সঠিকভাবে গোসল দেওয়া উওম।এর মধ্যে অন্যতম একটি হলো কুল বা বড়ই পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেওয়া। কিন্তু মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানিতে গোসল দেওয়ার কারন কি?মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল দেওয়ার কথা বলেছেন বিশ্বনবী।
হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আরাফাতে অবস্থানের সময় তার উঠনি থেকে পড়ে যায়। এতে তার ঘাড় মটকে যায় মারা যায়।তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দুই কাপড়ে তাকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না। কেননা কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে।(বুখারী)
আরো পড়ুনঃকিসমিস খেলে কি ফর্সা হয়?
বড়ই পাতা মেশানো পানিতে গোসল দেওয়ার কারণ বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত যে, বড়ই পাতায় বেশ কিছু অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে হালকা গরম করলে বড়ই পাতা থেকে এক ধরনের আঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায়।
আর এই নির্যাস গুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকারী এনটিসেপটিক হিসেবে কাজ করে। সহজে শরীরে যেমন পোকামাকড় আক্রমন করতে পারে না আবার দেহেও সহজে পচন ধরে না।
শেষ কথাঃ
আজকে আমরা বড়ই পাতার রস খেলে কি হয় তা জানিয়েছি। একটা জিনিসের যেমন ভালো দিক থাকে ঠিক তেমন খারাপ দিক রয়েছে তবে বড়ই পাতার উপকারিতায় বেশি। আমার এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সাথে বড়ই পাতার রস খেলে কি হয় জানাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url