বাচ্চাদের কানে পানি ঢুকলে করনীয় কি

বাচ্চাদের কানের ভিতর পানি ঢুকলে বিভিন্ন জিনিস দিয়ে খোঁচাখুঁচি করে।এগুলো করা মোটেও ঠিক নয়, নইলে আরো বড় বিপদ হতে পারে। তাই বাচ্চাদের কানে পানি ঢুকলে করণীয় সম্পর্কে জানতে হবে।আজকের পোষ্টির মাধ্যমে আপনাদেরকে জানাবো বাচ্চাদের কানে পানি ঢুকলে করণীয় কি এবং কান থেকে পানি বের করার উপায় সম্পর্কে।
বাচ্চাদের কানে পানি ঢুকলে করনীয় কি

বাচ্চাদের খেয়াল না রাখার কারণে অনেক সময় বাচ্চারা নিজে নিজেই গোসল করে ফেলে যার ফলে বাচ্চাদের কানের ভিতর পানি চলে যায়।তাই বাচ্চাদের কানে পানি ঢুকলে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টে মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

গোসল করার সময় অসাবধানতার কারণে অনেকেরই কানে পানি ঢুকে যায়। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এর সমস্যার সম্মুখীন হয়ে থাকে।কানের মধ্যে পানি ঢুকলে সে থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। তাই এ বিষয়টি মোটেও সাধারণভাবে নেওয়া ঠিক হবে না।সামান্য পানি ঢুকলে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু বেশি পরিমাণে পানি ঢুকলে অনেক সমস্যা হতে পারে। তাই বাচ্চাদের কানে পানি ঢুকলে করণীয় সম্পর্কে জেনে নিন।

বাচ্চাদের কানে পানি ঢুকলে করনীয়

বাচ্চাকে গোসল করানোর সময় সাবধানের সাথে গোসল করানো উচিত।কিন্তু অনেক ক্ষেত্রেই বাচ্চাদের কানে পানি ঢুকলে অনেক সমস্যা সৃষ্টি হয়।প্রতি চারজনের একজন বাচ্চার কানে পানি ঢুকে শ্রবণ শক্তি হ্রাস করতে পারে।এজন্য বাচ্চাদের কানে পানি ঢোকা রোধে আমাদের সব সময় সাবধান থাকতে হবে।প্রিয় পাঠক চলুন জেনে নেওয়া যাক বাচ্চাদের কানে পানি ঢুকলে কয়েকটি করণীয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • বাচ্চার যে কানে পানি ঢুকেছে মাথাটি ঠিক একই পাশে কাত করে কানের উপর হাতের তালু দিয়ে চাপ দিয়ে হাতটি সরিয়ে নিন, এতে করে পানি বের হয়ে যেতে পারে।
  • যে কানে পানি ঢুকেছে সেইখানে গরম পানিতে ভেজানো তোয়ালে ধরে রাখতে হবে, এবং বাচ্চার যে কানে পানি ঢুকেছে সেদিকে বাচ্চাকে কাত করে রাখতে হবে।
  • বাচ্চার পানি ঢোকা কানে১-২ ফোটা জল পাই তেল বিয়ে বাচ্চাকে কাত করা অবস্থায় ১০ মিনিট রাখতে হবে। এতে করে পানি বের হয়ে যাবে।
  • কানে স্বাভাবিক শব্দ শোনার জন্য বাচ্চাকে লম্বা শ্বাস নিয়ে আঙ্গুল দিয়ে নাকের ফুটো চেপে ধরে মুখ বিয়ে নিঃশ্বাস না নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে বলবেন। অল্প কিছু সময়ের মধ্যেই শব্দ অনুভব করতে পারবে।
  • কানের পানি বের করার জন্য অন্যতম মাধ্যম হলো হেয়ার ড্রায়ার।বাচ্চার কান থেকে ৮-১০ ইঞ্চি দূরে রেখে লো হিটে চালু করে কিছুক্ষণ ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যে কানের পানি শুকিয়ে যাবে।
  • উপরের পদ্ধতি গুলো অবলম্বন করে সাফল্য না পেলে সাথে সাথে বাচ্চাকে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিবেন।

গোসলের সময় কানে পানি গেলে করণীয়

গোসল করার সময় কানে পানি ঢুকে যাওয়া এটি খুব স্বাভাবিক ঘটনা।কানে পানি ঢুকলে শ্রবণ শক্তি কমে যায়, কান বন্ধ হয়ে যায়, কান অনেক যন্ত্রণা করে ইত্যাদি সমস্যা দেখা দিতে শুরু করে।এজন্য কানে পানি ঢুকলে ব্যাপারটা ছোট করে দেখা উচিত না। তাই কানে পানি ঢুকলে দ্রুত বের করে ফেলতে হবে। এজন্য কিছু উপায় মেনে চললে সফলতা পাওয়া যাবে। চলুন জেনে আসি গোসলের সময় কানে পানি গেলে করণীয় কি।

  • যেখানে পানি ঢুকেছে মাথাটি সেই দিকে কাত করুন।পর কানের উপরে হাতের তালু রেখে চাপ দিন।এভাবে কয়েকবার করুন, খেয়াল করবেন অনেকটা পানি বেরিয়ে গেছে।
  • লম্বা শ্বাস নিয়ে আঙ্গুল দিয়ে নাক বন্ধ করুন।খুব জোরে বল প্রয়োগ না করে সাধারণভাবে বন্ধ নাক দিয়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন।যখন দেখবেন কান দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছেন, তখন বুঝবেন যে পানি বেরিয়ে গেছে।
  • চিউইং গাম চিবিয়ে খান।চিউইং গাম চিবানোর সময় দাঁত ও মাড়ি এবং কানের পাশের পেশিগুলো
  • উঠানামা করার কারণে কানের পানি বেরিয়ে আসবে।
  • এসব কিছু করে সমস্যা সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ অথবা ড্রপ ব্যবহার করুন।

কান থেকে পানি বের করার উপায়

হাত মুখ ধোয়া ও শরীর ধোয়া অথবা গোসল করার সময় অসাবধানতার কারণে কানে পানি চলে যায়।তাছাড়া ঝর্ণার নিচে দাঁড়িয়ে গোসল করার সময়, সুইমিং পুল কিংবা পুকুরে সাঁতার কাটার সময় কানে পানি চলে যেতে পারে।আমরা অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে কানে পানি ঢুকে গেলে।অভিভাবকদের চিন্তা বেড়ে যায় যখন বাড়ির ছোট্ট বাচ্চাদের কানে পানি চলে যায়।
বাচ্চাদের কানে পানি ঢুকলে করনীয় কি


যদিও এ সময় বিভিন্ন উপায় অবলম্বন করি পানি বের করার জন্য কিন্তু তা বিফলে চলে যায়। যার কারণে কানের ক্ষতিসহ কান হারানোর সম্ভবনা থেকে যায়।তাই চলুন কান থেকে পানি বের করার উপায় গুলো জেনে আসি।

মাধ্যাকর্ষণঃএ প্রক্রিয়াটি অবলম্বন করে যে কানে পানি ঢুকেছে, সেই কান নিজ দিকে কাজ করে রাখুন। এবার এক পায়ে লাফ দিতে হবে।এটি মাধ্যাকার্ষণের ফলে কানের সুরঙ্গ দিয়ে পানি বের হয়ে আসে।

হাই তোলা অথবা চিবানোঃহাই তোলার মতো করে কিছু সময় মুখ দিয়ে জোরে বাতাস নেওয়ার চেষ্টা করুন। অথবা চুইংগাম াম শিবানর মাধ্যমে পানি বের করতে পারবেন। চুইংগাম জীবাণুর ফলে কানের আশপাশের পেশিগুলো নাড়াচাড়া হয়। ফলে কানের পানি বের হয়ে যায়।

তাপ কিংবা ভাপঃগরম পানির ভাব নেওয়ার মাধ্যমে বের করতে পারেন কানের পানি।বাসায় হেয়ার ডায়ার প্লে এর মাধ্যমে পানি বের করতে পারেন। কান থেকে কিছুটা দূরে হেয়ার ড্রায়ার রেখে অল্প দিয়ে কিছুক্ষণ রাখুন।


সতর্কতাঃযারা উপরে উল্লেখিত উপায়ে কানের পানি বের করতে না পারলে,আতঙ্কিত না হয়ে এই অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

কানে পানি গেলে কি হয়

অনেকেই ভাবেন কানে পানি ঢোকার কারণে কান পেকে যায়। কিন্তু আসলেই কি কানে পানি ঢুকলে কান পাকে?একেবারেই ভুল যে কানে পানি ঢুকলেই কান পাকে। যদি কারো আগে থেকেই মধ্যপনে বা পর্দায় ফটো থাকে, সে কারণে কানে পানি ঢুকলে কান পাকে।সাধারণত কানে পানি ঢুকলে কান পাকে না।যে কয়েকটি কারণে কান পাকে তা হলোঃ

  • বাচ্চাদের বেলায় কান পাকার সমস্যা বেশি হয়।
  • এলার্জি।
  • বারবার মধ্যকর্ণে সংক্রমণ।
  • ঠান্ডা এবং সাইনাস সংক্রমণ।
  • এডিনয়েড বেড়ে যাওয়ার কারণে কান পাকার সমস্যা হয়।

লেখক এর শেষ কথা

আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন বাচ্চাদের কানে পানি ঢুকলে করণীয় এবং কাম থেকে পানি বের করার উপায় সহ আরও বিভিন্ন তথ্য। অভিভাবকদের অসাবধানতার কারণে বাচ্চারা পানি নিয়ে খেলা খেলি অথবা গোসল করার সময় কানে পানি ঢুকে যায়।ব্যাপারটা অভিভাবকরা অনেক সময় এড়িয়ে চলে।

যার কারণে এখান থেকে বাচ্চাদের কান বন্ধ হয়ে যাওয়া কানে পুজ জমা এমনকি শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে।তাই অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।বাচ্চাদের কানে পানি ঢুকলে করণীয় কি উপায়গুলো পড়ে উপকৃত হয়ে থাকলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url